মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:২২ অপরাহ্ন
জীবন মানেই নদী
রাজ পথিক
জীবন তো নদীরই নামান্তর
ছোট ছোট ঢেউ যেমন সত্য,
সত্য তিথিচক্রের আনাগোনা,
তেমনি সত্য জোয়ার ভাঁটা।
কখনো পূর্ণ, কখনো শূন্য!
পূর্ণতা যেমন চিরস্থায়ী নয়,
শূন্যতা মানেই বিলীনতা নয়।
সূর্যের প্রখরতা, চাঁদের স্নিগ্ধতা আষাঢ়ে বৃষ্টি,
পাহাড়ি ঢল সবকিছুকে বুকে ধারণ করে,
নিরন্তর বয়ে চলাই নদীর জীবন।
আগন্তুক আসে কূল ছুঁয়ে ছুঁয়ে,
ভেসে যায় প্রমত্ত সাগরের টানে!
অবশিষ্ট বাঁধে ঘর নদীর বাঁকে বাঁকে।
সেখানেও ফোটে ফুল অনাদরে,
পূজাহীন ছড়ায় শোভা, দ্বিধাহীন অনুরাগে।
তবুও বয়ে চলে নিরবধি… এই তো জীবন এই তো নদী।
দু’কূল ছাপিয়ে জেগে ওঠে, উর্বর বেলাভূমি।
Leave a Reply