শনিবার, ২৫ Jun ২০২২, ০২:১৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি করে পালানোর সময় লালু (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। লালু ঘোপ জেল রোড এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। এই ঘটনায় গণপূর্ত অধিদফতরের ইলে্িট্রশিয়ান আব্দুস সালাম মোট তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
অপর আসামিদ্বয় হলো, ঘোপ সেন্ট্রাল রোডের ছাত্তারের ছেলে জনি (৩০) ও একই এলাকার বাঁধন (২৬)।এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি যশোর জেনারেল হাসপাতালের ইলেক্ট্রিক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখাশুনা করেন। গত শনিবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ইলেক্ট্রিশিয়ান আরিফুল ইসলাম খান (৪০) দেখতে পান আসামি লালু একটি ব্যাগে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছে। তিনি এক নম্বর গেটের দিকে গিয়ে লালুকে আটক করেন। এরপর ব্যাগ তল্লাশি করে দুইটি বেজসহ সুইস, ৪পিস এ্যাংকর নাটবোল্ট, ৮পিস বেজ ওয়াশার ও ১পিস ক্লাব লেবেল উদ্ধার করেন। ওই মালামাল গুলো লালু অন্যান্য আসামির সহযোগিতায় চুরি করে নিয়ে যাচ্ছিল। যার মূল্য ১৫ হাজার টাকা।
তিনি আরো জানিয়েছেন, ইতোপূর্বে লালুসহ তার সহযোগিরা হাসপাতাল থেকে ড্রিল মেশিন, কেবলসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে স্বীকার করে।
Leave a Reply