সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:২৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
অন্যকে মারতে গিয়ে যশোরে মিকাইল হোসেন নামে এক যুবক নিজেই ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুদ রানা নামে একজনকে আঘাত করতে গিয়ে নিজেই আহত হয়েছে বলে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
গত ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রহেলাপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনার পর ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলো, একই গ্রামের সুরমান, ইসরাইল, ইসমাইল, মিকাইল, শুকুর আলী, কুরবান, নাদিম ও মনিরুল ইসলাম।
মাসুদ রানা অভিযোগে বলেছেন, তার ১১ কাঠা জমির ধান কেটে এবং আটি বেঁধে দেয়ার জন্য অভিযুক্ত মিকাইলের সাথে ২ হাজার টাকা চুক্তি বদ্ধ হন। চুক্তি মোতাবেক কাজ শুরু করে শুধু ধান কেটে দিয়েছে। কিন্তু আটি বেঁধে দেয়নি। ফলে মাসুদ রানা তাকে ১ হাজার ৬শ’ টাকা দিয়েছেন। বাকি ৪শ’ টাকার জন্য মিকাইল তার বাড়িতে যায়। গত ১১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানের আটি বেঁধে না দেয়ায় ওই টাকা দিবেনা বলে জানিয়ে দেন মাসুদ রানা। এসময় মাসুদ রানাকে ওই টাকা না দিলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। রাত সাড়ে ৯টার দিকে দেশিয় অস্ত্রশস্ত্রসহ অন্য আসামিদের সাথে নিয়ে মাসুদ রানার বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। এসময় গালি দিতে নিষেধ করায় মিকাইল তার কাছে থাকা চাকু দিয়ে মাসুদ রানাকে আঘাত করার চেষ্টা করে। মাসুদ রানা ঠেকাতে গেলে ওই চাকু উল্টো মিকাইলের গায়ে আঘাত হানে। এতে মিকাইল আহত হয়েছে। বর্তমানে মিকাইল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
Leave a Reply