মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:১৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ শনিবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এসময় চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন। এতে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা সফলভাবে সেখানে রিং বসিয়ে দেন। আপাতত হৃদরোগ থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আবেদন করেছিল তার পরিবার। সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন পরিবারের সদস্যরা। এরপরও বিদেশে যেতে অনুমতি দেয়া হয়নি তাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করেন মির্জা ফখরুল।
Leave a Reply