সোমবার, ২৭ Jun ২০২২, ০২:২৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে আলাদা অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করা হয়েছে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে বাহাদুরপুর পশ্চিমপাড়ার তেতুঁলতলা মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ ওয়াসিম বিশ্বাস (৪২) নামে একজনকে আটক করা হয়। তিনি বোলপুর মধ্যপাড়ার রশিদ আলী বিশ্বাসের ছেলে। এ সময় তার সহযোগি জলিল (৫০) নামে এক ব্যক্তি পালিয়ে যায়। জলিল বোলপুর গ্রামে মৃত মোসলেম মিস্ত্রির ছেলে। এই ঘটনায় কোতয়ালি থানায় দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল করিম জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাঁচড়া চেকপোস্ট শ্রমিক ভবনের সামনে থেকে আধাকেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ বড় আচঁড়া মাঠপাড়ার সেলিম হোসেন স্বপনের স্ত্রী।
একই পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। এরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ পুটখালী উত্তর পাড়ার আশরাফুল সরদারের ছেলে সোহেল রানা (২০) এবং একই গ্রামের পশ্চিমপাড়ার মৃত পাঁচু মন্ডলের ছেলে আজাহার উদ্দিন (২২)। এই ঘটনায় কোতয়ালি থানায় দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
Leave a Reply