মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:০৫ অপরাহ্ন
বাঁচাও মানুষের প্রাণ
জাহান আরা হাসান খাঁন কোহিনূর
বাঁচাও মানুষের প্রাণ
ভয়াবহ আগুনে সীতাকুণ্ড জ্বলছে
ক্ষনে ক্ষনে বিকট আওয়াজ
আগুনের লেলিহান অগ্নিদগ্ধ লাশ
মরণ যন্ত্রণায় কাঁদছে হতভাগ্য মানুষ
কাহারো ছিন্নভিন্ন হাত পা,চোখ মুখ মস্তক
কাহারো নিজ নাড়িভুড়ি নিজ হাতে
বাঁচার জন্য করছে গগন ফাটানো চিৎকার
জলন্ত আগুনের ফুলকি,শত শত মানুষ মৃত্যুর মুখোমুখি
হাজার দীর্ঘশ্বাস দিনে রাতে ঝরছে তাজা প্রাণ কত বাবা মায়ের সন্তান,
কত বোন আমার বিধবা, পিতাৃহারা হচ্ছে কত সন্তান,তাদের আহাজারি আর্তনাদে
ফেটে যেতে চায় মোদের হৃদয়,দুঃখ যন্ত্রণায়
ভারী হয়েছে দেশের বাতাস।
চারিদিকে লাশ পোড়া গন্ধ,অজস্র মানুষ শ্বাস নিচ্ছে
বিষাক্ত বাতাসে।
হে আমার মহান রব তুমি দয়াময়
তুমি রহমানের রহীম
বাঁচে সৃষ্টিকুল তুমি মেহেরবান
গোনাহগার বান্দা মোরা ক্ষমা করো মোদের
বাঁচাও মানুষের প্রাণ।
Leave a Reply