শনিবার, ২৫ Jun ২০২২, ০১:৩৯ অপরাহ্ন
স্বপ্নের সেতু পদ্মা
রিতুনুর
আমার দাদার বাড়ি পদ্মার পাড়ে
নানার বাড়ি ও তাই,
পদ্মা সেতুর মতো এমন সেতু
বিশ্বে জুড়ি নাই।
ছোট বোনের শশুর জায়গা ছাড়লো,
পদ্মা সেতুর জন্য,
জায়গা ছেড়ে টাকা পেয়ে
হয়েছে যে ধন্য।
অষ্টপ্রহর গুনেছি দিন,
কবে হবে পদ্মা সেতু।
নির্মাণের পর বুঝতে পারলাম
কথা নয় অহেতুক।
আমার বাবায় বানিজ্যে গেছে
ভাঙার ফরিদপুর,
বাবা বলতেন সেই কালে
জীবন ছিলো বেদনাবিধুর।
নৌকায় করে নিয়ে যেতেন
লবনের ভুড়,
ভাটিয়ালি গান হতো মধুর মধুর সুরে,
ঢেউয়ে ঢেউয়ে চলতো
নৌকা যেত বহুদূরে।
শাপলা শালুক তুলে নৌকায় রান্না হতো
লৌহজং থেকে ভাঙা যেতে,
সারাদিন লেগে যেত।
আজ মোদের সুখের সীমানা নাই
এসো সবাই পদ্মা নদীতে সেতু দেখতে যাই।।
Leave a Reply