মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:০১ অপরাহ্ন
তবুওতো চলে যাচ্ছে ঠিক যেন দু’ টাকার নোট
জিএম মুছা
বেশ তো আছি ভালোই তো আছি,
ছেঁড়া কাঁটা দু’টাকার নোটের মত,
দেখতে দেখতে কয়েকটি বছর পার হয়ে গেল।
ওয়ান-ইলেভেনের জমকালো সাফল্যের খতিয়ান দেখি টিভির পর্দায়,
বড় বেশি ভালো লাগে এখন,
দিন বদলের পালা, সময়ের মারপ্যাঁচে দিব্যি চলে যাচ্ছে,
দু’টাকার ছেঁড়া কাঁটা জোড়াতালি দেয়া যত সব নোট,
কেউ নাবলে না, জেলে বন্দী নেতারা সব এখন শান্ত দেশ,
মিটিং-মিছিল নাই, সবকিছুই চলছে ঠিকঠাক,
বেস তো আছি, ভালোই তো আছি, বাজারের হালচাল শুধু একটু নাজুক,
জিনিষ পত্রের দাম চড়া,
তবুও তো চলে যাচ্ছে ছেঁড়া ,কাটা ,পচা ,
ধরা ব্যান্ডেজ করা টেপ মারা যত সব দু’টাকার নোট,
কোন কিছুর সমতা নেই, চাল-ডাল-তেলের দাম চড়া,
সবাই তো কিনে খাচ্ছে, অসুবিধাটা কোথায়?
চলছে তো বেশ, ভালোই তো আছি, বেস তো আছি,
ঠিক যেন ছেঁড়া কাঁটা দু’টাকার নোট।
সন্ত্রাস, হানাহানি সব বন্ধ, না খেয়ে ঘুমাই এখন এটাও কি মন্দ?
খুনখারাবি হচ্ছে যদিও, ডাকাতি ছিনতাই বন্ধ,
বেশ তো আছি ভালোই তো আছি,
সবকিছু আছে ঠিকঠাক, ঠিক যেন ছেঁড়া কাটা দু,টাকার নোট?
Leave a Reply