মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৪৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার সেনারা হানেস্কের সেভেরেস্কি দোনেৎস নদীর কাছে থাকা ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো খুঁজছে।
পুরো লুহানেস্ক দখল করতে গত কয়েকদিন ধরে সেভেরেস্কি দোনেৎস নদীর পাশে অবস্থিত সেভেরোদোনেৎস্ক ও লাইশাইচান্সক শহর দুটিতে হামলা চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই এলাকাগুলোতে ধ্বংসাত্বক অপারেশন চালানোর পরিকল্পনা বাদ দেয়নি রাশিয়া।
রাশিয়া যদি সেভেরোদোনেৎস্ক এবং লাইশাইচান্সক শহর দুটি দখল করতে পারে তাহলে তাদের দখলে চলে আসবে পুরো লুহানেস্ক। দোনবাসের অন্যতম বড় একটি অংশ হলো লুহানেস্ক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক আরও বলেছ্নে, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো ইউক্রেনকে ধ্বংস করে দেওয়া।
তিনি বলেন, তারা আমাদের শান্তিতে বসবাস করতে দেবে না। রাশিয়া ফেডারেশন ইউক্রেনের পুরো রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিতে চায় এবং একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যেটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে।
সূত্র: আল জাজিরা
Leave a Reply