বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৭:১০ অপরাহ্ন
ফারুক হোসেন: আজ পবিত্র আশুরা” আরবী মহররম মাসের দশ তারিখ.!মহররমের ১০ম দিবসে সংঘটিত বহু ঘটনা হতে কয়েকটি হলোঃ-.১. আশুরার দিনে হযরত আদম (আঃ) কে সৃষ্টি করা হয়।এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেন।এই তারিখেই জান্নাত হতে পৃথিবীতে প্রেরিত হনও বহু বছর পর এই তারিখেই আরাফাতের ময়দানে জাবালে রহমতে তিনি এবং বিবি হাওয়া (আ:)-এর পুনরায় সাক্ষাৎ লাভ হয় ও তাঁদেরকে মার্জনা করা হয়।২. এই দিবসে হযরত ইসা (আ.) কে আকাশে উত্তোলন করা হয়।৩. হযরত নূহ (আ:) কে তুফান এবং প্লাবনের পানি হতে পরিত্রাণ দেওয়া হয়।৪. হযরত আইয়ুব (আ:) কে ১৮ বছর রোগ ভোগের পর রোগ মুক্তি দেওয়া হয়।৫. হযরত ইব্রাহিম খালীলুল্লাহ (আঃ) কে অগ্নিকুণ্ড হতে নিষ্কৃতি দেওয়া হয়।৬. হযরত দাউদ (আ:) কে বিশেষ ক্ষমা করা হয় ও হযরত সুলাইমান (আ:) কে স্বীয় হারানো বাদশাহী পুনরায় ফেরত দেওয়া হয়।৭. হযরত ইউনুছ (আ:) কে ৪০ দিন পর মাছের উদরে থাকার পর নিষ্কৃতি দেওয়া হয়।৮. এই দিনে হযরত ইয়াকূব (আ:) স্বীয় হারানো পুত্র হযরত ইউসুফ (আ:) এর সাক্ষাৎ লাভ করেন।৯. হযরত মূসা (আ:) ফিরাউনের কবল হতে নিষ্কৃতি লাভ করেন।১০. হযরত ঈসা (আ:) কে আকাশে উত্তোলন করা হয়।১১. আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (স:)-মক্কা শরীফ হতে হিজরত করে মদীনা শরীফে আশুরার এই তারিখে তাশরীফ নেন।১২. এই ১০ মহররম দিবসে নবী করীম (স:)-এর কলিজার টুকরা ফাতেমা (রা:)-এর নয়নমণি হযরত ইমাম হুসাইন (রা:) ও তাঁর ৭৭ জন পরিজন এবং ঘনিষ্ঠজন জালিম ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে, ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।হযরত মুহাম্মদ (সঃ) বলেনঃ-যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবার-পরিজনদেরজন্য মুক্ত হাতে ব্যয় করবে, আল্লাহ তাকে সারাবছর সচ্ছলতা দান করবেন।আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে.!!!এই পবিত্র আশুরা ও হযরত মুহাম্মদ (সাঃ) এর কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন (রাঃ) এর উসিলায় আমাদের সকলের গুনাহ গুলো ক্ষমা করে দিন.! আমিন।।
Leave a Reply