মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৪৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর শার্শায় ক্যামিকেলের খালি ব্যারেল কেটে ‘মুখ’ তৈরি করে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এক কিশোরের মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার বালুন্ডা বাজারে।
নিহত ইমন হোসেন(২০) বালুন্ডা গ্রামের পূর্বপাড়ার নজরুল ইসলামের ছেলে এবং বালুন্ডা বাজারের আব্দুল কাদেরের “আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ এর কর্মচারি।
প্রত্যক্ষদর্শীর বরাতে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন,বালুন্ডা উত্তর পাড়ার আব্দুল কাদের তিনদিন আগে বেনাপোল বাজার থেকে চাউল রাখার জন্য একটা ব্যারেল কিনে আনে।পরে ব্যারেলের মুখ তৈরি করার জন্য বালুন্ডা বাজারের ‘আসিব বাবু ইঞ্জিনিয়ারিংওয়ার্কশপ’ এ রেখে যায়।এই দোকানের কর্মচারি ইমন হোসেন ব্যারেলের মুখ কেটে ওয়েল্ডিং করার সময় হঠাৎ ব্যারেলটি উচ্চ শব্দে বিস্ফোরিত হয়। এতে ইমন মারাত্নক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply