মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:০৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
দিনাজপুর সদরের মাতাসাগর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় পাঁচ এজেন্টের মূল হোতা বকুরকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। তাদের কাছ থেকে বিভিন্ন নামী-দামীর কোম্পানীর নাম ব্যবহার করে নকল শ্যাম্পু, ফ্রেসওয়াশ, ক্রীম, বডি স্প্রেসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে তা ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম রুনি।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদরের মাতাসাগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব নকল কসমেটিক্স উদ্ধার করে বকুলকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট এড়াতে একইদিনে দিনাজপুর শহরের পুলহাট বাণিজ্যিক এলাকায় আরজি ট্রেডার্স এর গোডাউন ভাড়া নিয়ে চালের অবৈধ মজুদ রাখায় মোকাদ্দেস হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম রুনি।
সহকারি পরিচালক মমতাজ বেগম রুনি জানান, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল কসমেটিক্স ঢাকা থেকে কিনে তারা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে। তারা দিনাজপুরের মাতাসাগরে এসে বাসা ভাড়া নিয়ে এসব সামগ্রী বিক্রি করতো। এছাড়া দিনাজপুর শহরের পুলহাটে আরজি ট্রেডার্সে অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে মোকাদ্দেস হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply