শনিবার, ২৫ Jun ২০২২, ০২:৩৬ অপরাহ্ন
চুপ কথা
প্রিয়া গাঙ্গুলি
কেউ বেচছে নিজের শরীর
কেউ বেচছে আত্মা,
বাঁচার লড়াইয়ে প্রতিদিন
নিলাম হচ্চে স্বত্তা।
নিলাম হচ্চে প্রতিদিন জীবন নামের পণ্য।
হায় রে মানুষ ! তোর মানবিকতা
সত্যি আজ নগণ্য।
কাজের নামে কেনাবেচা চলে
দেদার পর্নগ্রাফি,
মেধা আর মেধাবীরা আজ
মুখ লুকোচ্চে নাকি?
কোথায় গেল সাবিত্রীর
সেই সতীত্বের গল্প।?
শরীর দেখানোই আজ আসল মেধা
থাকুক না বিদ্যা অল্প।
বিপথে গিয়ে খুঁজচ্ছে বহু
“নামী” হবার রাস্তা।
প্রহসন বলে ক্রমাগতই
ইজ্জত হচ্চে সস্তা।
অশ্লীলতায় নেই জাতপাত
আর বয়সের নেই রেখা,
যুগের হওয়ায় গা ভাসিয়ে
জেঠুরা সাজচ্ছে খোকা।
ভালোবাসার মানুষ আহা
ঘুরছে কত ভাই!
ওহো ! কান্নাকাটি করো কেন?
বলো কাকে তোমার চাই।
কাকা : জেঠা; যদু ; মধু
সবাই তোমার আপন
কথার জালের মায়া বুনে
দেখাবে কত স্বপন।
জানি না কবে বন্ধ হবে
এই শরীর শরীর খেলা,
মুখোশধারী সৎ এর মাঝে
অসৎ এর ই মেলা।
তবুও দুচোখ স্বপ্ন দেখে
হারবে সকল দ্বেষ ।
মানবিক হবে আকাশ বাতাস
ঘুচবে সকল ক্লেশ ।
Leave a Reply