সোমবার, ২৭ Jun ২০২২, ০২:১০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
স্বামীকে ২০ লাখ টাকা ও সাত ভরি সোনা দিয়েও যৌতুকের কারণে সংসার করতে পারছেন না যশোরের এক নারী ব্যাংকার। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে শিশু সন্তানকে নিয়ে তিনি ঘুরছেন দারে দারে। বাধ্য হয়ে তিনি সোমবার স্বামীর নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা করেছেন।
ভুক্তভোগী ব্যাংকার মিরাজুন নাহার শহরের পুরাতন কসবার মৃত আব্দুল জলিলের মেয়ে। আসামি স্বামী মাহাদি হাসান লোন অফিস পাড়ার মৃত কামরান হাসান ভিটুর ছেলে। বিচারক গোলাম কবির অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৫ অক্টোবর তাদের বিয়ের হয়। বিয়ের সময় ঋণ নিয়ে বিভিন্ন খরচবাবাদ বরপক্ষকে নগদ ২০ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণের গহন উপঢৌকন দেয়া হয়।
Leave a Reply