শনিবার, ২৫ Jun ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর মনিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষক মোঃ আব্দুস সামাদ একই স্কুলে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী খড়িঞ্চী গ্রামের মোঃ হযরত আলীর কন্যা আসমা খাতুন (১৪) কে যশোর কোর্টে নিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ করার অভিযোগ উঠেছে।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমানত আলী বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের মোঃ শওকত গোলদারের পুত্র আব্দুস সামাদ গত কয়েকদিন পূর্বে আসমা খাতুনকে গোপনে যশোর কোর্টে নিয়ে বিবাহ করেন যা গত ০৫/০৬/২২জানাজানি হয়।
স্কুলের শিক্ষক কর্তৃক একই স্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া নাবালিকা ছাত্রীকে বিবাহ করায় এলাকায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্কুলের প্রধান শিক্ষককে এলাকাবাসী অবহিত করেছে বলে জানা যায়। উল্লেখ্য বর্তমানে উক্ত স্কুলে কোন ম্যানেজিং কমিটি নেই। ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
Leave a Reply