মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
তোমরা বাহুবল
রিতুনুর
যেখানেই থাকো তোমরা
দেখা করতে আসো,
অন্তত দিয়ে বন্ধুরা আমায় ভালোবাস।
তোমরা হলে আমার কাছে
আকাশের চাঁদ,
তোমাদের তাই দেই
কাজ ফেলে সাথ।
নিঃসঙ্গতায় যখন
আমার চোখে আসে জল….
তোমরা এসে বল
কোথাও বেড়াতে যাই চল!
বন্ধুরা তোমরাই আমার বাহুবল
ভোরের শিশির বিন্দু
তোমাদের তাই ভালবাসি
এক বিশাল সিন্ধু।
কুহু কুহু ডাকে যখন কোকিল ঐ দূরে
আমিও বেরিয়ে পড়ি
তোমাদের সাথে আসি একটু ঘুরে।
সুখে দুঃখে এভাবেই আমায় দেখে রেখো
সারাজীবন তোমরা
আমার পাশে পাশে থেকো।।
Leave a Reply