সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:১১ অপরাহ্ন
ভালোবাসায় আছে বদনাম
রিতুনুর
চুপিচুপি কাছে আসা না বলে ভালোবাসা
এ-র নাম প্রেম
ভালোবাসা জড়িয়ে রাখে
নীরবে নিঃশব্দে একজন আরেক জনকে
ভালোবাসে ইচ্ছায় অনিচ্ছায় ভালোবাসা হয়।
ভালোবাসা পরিপূর্ণ হলে
পৃথিবী হাসে,আনন্দে ভূবণ ভরে যায়
দুঃখ বেদনা যায় দূরে।
ভালোবাসা মধুর পরশ বুলায়,
মিশে যেতে দেয় না
একে অপরে কে ধুলায়।
ভালোবাসা স্বপ্ন বিলায়
ভালোবাসলে ভূতে কিলায়।
ভালোবাসা বাঁচতে শেখার
ভালোবাসা অসহনীয় কষ্ট দূর করে,
তাই ভালোবাসা অটুট থাকুক
সবার ঘরে ঘরে।
গাছ ও বাঁচতে চায় ভালেবাসার বাঁধন গড়ে।
ইতিহাসের পাতায় লেখা আছে এমন
বহু পিরিতের লাইলি মজনু,
শিরি ফরহাদ,ইউসুফ জুলেখাদের নাম।
ভালোবাসায় আছে তাই এক পৃথিবী বদনাম।
Leave a Reply