শনিবার, ২৫ Jun ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
সৃষ্টিতে বৃষ্টি
অন্নপূর্ণা দাস
তোমার চক্ষুদান কি সৃষ্টিতে বৃষ্টি,
প্রশ্ন আসে মনে ভালোবাসা সাহিত্য সাধনা
কবিতা পদ্ধতি তুমি,
খোঁজ করি অন্তরে আমার আদর্শ আত্মা।
একবার বলো দর্শন,যা পাল্টায় ভাবনা
একবার বৃষ্টি নতুন করে সৃষ্টি সবুজ প্রাণ ,
সবই ভাবনা সাধনার খেলার রঙের ছবি,
প্রতিদিন যা আঁকি আমি নিজের মত।
কি করি ভালোবাসি আমি আমার চোখের বৃষ্টি,
যত্ন করে সাহিত্যে দিই পুতুল সৃৃষ্টি জল।
যদি সবুজ পৃথিবী বৃষ্টি ভিজে নতুন করে,
তবে ভাইরাস আক্রমণ কি ঘটে,
প্রশ্ন আসে মনে
আমি আর তুমি একটু না হয় বৃষ্টিতে থাকি।
সময় বলে পরিবর্তন বার্তা শিক্ষা নিতে হবে,
পাল্টাতে হবে পদ্ধতি জীবনযাত্রা নিয়ম সংসারে নিয়মে,
নইলে ধ্বংস হবে আগামী সময়ের সভ্যতার আগমনে।
তুমি বলো হরপ্পা ধ্বংস পরিবেশের ভারসাম্যের,
অভাবে আমি বলি বিদেশী অক্রমণ যা নতুন বৃষ্টি সৃষ্টি সভ্যতা
সবই হল সময়ের নিয়মের চক্র বলছে ভাবনা যতো।
তুমি -আমি পাশাপাশি সাহিত্য মন রাখি,
ভালোবাসা সৃষ্টিতে বৃষ্টি নিয়ে চলি জীবনে।
Leave a Reply