মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন
বাঁচার লড়াই
অন্নপূর্ণা দাস
মানুষ আদীম যুগ থেকে প্রতিনিয়তই বাঁচার লড়াই করে চলেছে,
প্রতিদিন বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন
তবুও রাধা শুনতে পায় শ্যামের বাঁশি
ভালোবাসার গভীরতা বুঝি আজও নীরবে পথ দেখায়
সব কিছু শেষ হয় না ,ভালোবাসা, বিশ্বাস, ভরসা
আজও আছে ঘুমন্ত পৃথিবী আলোর সজ্জায় রাত জাগে
মৃত্যু হয় শুধু মানুষের মনের বোধের
তাইতো যুদ্ধ আর শান্তি ফিরে আসে
প্রতিটি শতাব্দীতে বারেবারে….. হয়তো অর্জুনের শক্তি পরীক্ষা
তবুও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য কঠিন পরিশ্রম করে
কলকারখানার ধোঁয়া আর রাতের আলো বলে সভ্যতা এগিয়ে চলেছে……
Leave a Reply