শনিবার, ২৫ Jun ২০২২, ০২:২৪ অপরাহ্ন
অভিমানী ব্যথা
রুনা আক্তার স্বপ্না
ফিঁকে হয়ে আসে রবির কিরণ
গোধূলি বিদায় নেয়
রেখে যায় ভয়ানক শূন্যতা।
মন দোটানার মৌলিক দ্বন্দ্ব দেখি
আমার গদ্যময় জীবনের নিদারুণ বাস্তবতা।
পার্থিব আশে অপব্যয়ী বিলাসে
হিমাদ্রি বিরাজে,
হৃদয়ে প্রাচীন মেঘের ধ্বংসস্তূপ
নীরব ক্ষরণে পাঁজর ভিজে।
শয়ন শিয়রের শেষ আলোটাও যখন নিভ যায়,
বিভাষিত বিভাকর শোকার্ত হয় নীল বেদনায়।
ভাগ্যের বোবা টান,
বন্ধক প্রতিশ্রুতি
স্তব্ধ সময়
ক্লান্ত ঘড়ির কাঁটা,
বুকের ভীতর উপশমহীন নির্মম অস্থিরতা।
শোকের চৌকাঠে বসে মন তবু
অপেক্ষায় থাকে অনাদি আগামীর,
দিবারাত্রি আবর্তে টেলে আঁখি দুটি
অপলক অতন্দ্র প্রহর।
অভিমানী ব্যথা শূন্যে বাঁধে ঘর
দুরাশার যাঁতাকলে নিষ্পেষিত অভ্যন্তর।
অনন্ত ক্ষতির সংজ্ঞা জপে পরাক্রান্ত অন্তর।।
Leave a Reply