শনিবার, ২৫ Jun ২০২২, ০১:৩৪ অপরাহ্ন
বিহঙ্গ
নমিতা বিশ্বাস
ভুলতে বুঝি মিথ্যা মরীচিকার মায়া
মন ধরেছে উড়ন্ত বিহগীর কায়া,
মায়া শিকলের অবিচ্ছেদ্য বাঁধন ছিঁড়ে
জানি না কোন অভাবনীয় যাদুর টানে
বিহঙ্গ মন বিরামহীন ঘুরে বেড়ায়
দূর হতে বহুদূরে, অচেনা কোন তেপান্তরে।
মুক্ত অঙ্গনকে করে আপন
বিহগী এ চঞ্চল মন
ইচ্ছে ডানায় ভর করে
খোলা হাওয়া লাগিয়ে পালে
বিচরণ করে স্বাধীনতার সুখে
সুদূর সমুদ্র তট ও গঙ্গার অবারিত তীরে,
কখনও করে জলকেলি অর্ণব নোনা জলে
কখনও হয় পরিশুদ্ধ গঙ্গার স্বচ্ছ পবিত্র নীরে।
বাহির পানে আঁখি মেলে
কথিত নীড়ের রুদ্ধ দ্বার খুলে
জনরোলের তিক্ত কোলাহল ভুলে
বিহঙ্গ মন কখনও একাই হারায়
নির্জন নিস্তব্ধ কোনো গহীন অরণ্যে।
Leave a Reply