মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:১৩ অপরাহ্ন
হাফিজুর রহমান শিমুল:
কালিগঞ্জ থানা জামে মসজিদ এর সভাপতি, কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফাকে বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মোনাজের আয়োজন করা হয়েছে। শুক্রবার ( জুম্মার নামাজবাদে থানা জামে মসজিদ কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা। মসজিদ কমিটির সেক্রেটারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ সভাপতি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কমিটির সহ সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম, সহ সভাপতি শেখ আহম্মদ হোসেন ময়না প্রমুখ। এ সময় বিদায়ী অফিসার ইনচার্জকে মসজিদ কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। ১৩ মাস পূর্বে আজকের এইদিনে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হতে কালিগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি থানা মসজিদকে সাজিয়েছিলেন আপনমনে। মসজিদের উন্নয়নকল্পে বিভিন্ন সময়ে তিনি অনুদান দিয়েছেন । সংবর্ধনা প্রদান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply