মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৫৯ অপরাহ্ন
দিলীপ কুমার দাস:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের সংযোগস্থল বাঘের বাজার পাগারিয়া নদীর উপর ছোট্ট একটি ব্রিজের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। যেন জনদুর্ভোগের কমতি নেই। কাঠাল ইউনিয়নের বাঘের বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় ৪ বছর আগে এই ব্রিজের কাজের জন্য মাটি পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখনো ব্রিজের কাজ শুরু হয়নি। প্রায় দুই যুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে প্রায় ৫ বছর যাবত ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করছে। এই ব্রিজটি আমাদের দুই ইউনিয়নের সংযোগস্থল। হাজার হাজার লোকজন চলাচল করে এই রাস্তায়। জানা গেছে, প্রায় দুই যুগ আগে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকবছর হলো। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই ছোট ছোট যানবাহন ও এলাকার লোকজন চলাচল করেন। ভারী কোন যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারেনা। অন্যদিকে নতুন ব্রিজ নির্মাণের নেই কোন কার্যকরী পদক্ষেপ। এদিকে এলাকাবাসীর দাবি এই ব্রিজটি নতুন করে নির্মাণ করা হউক। স্থানীয়রা আরও বলেন দূর্ঘটনার ঝুঁকি প্রায় ৫ বছর এভাবেই চলছে। এখানে দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই আহত হয়েছেন। ব্রিজটি আমাদের জন্য গলার কাটা হয়ে আছে। কাঁঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, ব্রিজটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী অনেক কষ্ট করে চলাচল করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো
Leave a Reply