সোমবার, ২৭ Jun ২০২২, ০২:১২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র, জার্মানির পর এবার যুক্তরাজ্যও ইউক্রেনকে মাঝারি পাল্লার রকেট সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধরত এই দেশটি উন্নত প্রযুক্তির এসব অস্ত্র দিয়ে বিমান ভূপাতিত এবং শত্রুপক্ষের অস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার বৃহত্তম আর সুসজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সাফল্যের জন্য পশ্চিমা অস্ত্রের ভূমিকা বরাবরই আলোচনায় আসছে। তবে সম্প্রতি রুশ বাহিনীর দখলে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর চলে যাওয়ায় ইউক্রেন সরকার জানিয়েছে, তাদের জেতার জন্য আরও উন্নতক রকেট লাঞ্চার প্রয়োজন।
এর আগে,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়।
তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এবং গোলাবারুদসহ উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব।
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে, যা রুশ হামলা মোকাবিলায় বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।
Leave a Reply