মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:২৪ অপরাহ্ন
অচিনপাখী
দেবীকা সেনগুপ্ত
তু কুথা গেছিলিরে, অচিনপাখী?
আবার ক্যানে উঠলি ডাকি?
থাকতে দে না ক্যানে, মুরে একাকী।
আমি তুর লাগি, আজ বিবাগী ।।
তুর বিরহে কান্দি-কান্দি,
পরান আমার, হয়েছে আন্ধি,
দে আনি দে, মহুয়া ফুলের সুগন্ধি।
মাতাল হুয়ে , তুরে বান্দি।।
ঘাইসের বিছানায়, পইরবো শুয়ে,
জুছনার আলো , গায়ে মিখে,
থাকবো দুজনায়, দারুণ সুখে ।
মিশরের মদিরায় পূর্ণ করে,
নীল গেলাস লিবো ভোরে।।
Leave a Reply