সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:০৩ অপরাহ্ন
প্রেস রিলিজ:
আজ বুধবার সকালে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পুলেরহাট, যশোরে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর কমিশনার ও সম্পাদকগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর প্রত্যেক জেলা ও উপজেলা থেকে প্রায় ১০০ জন সম্পাদক ও কমিশনারগণ উপস্থিত হন। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ শেষে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর উপ-পরিচালক জনাব মোহাম্মদ আবুল খায়ের এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সমন্বয় সভা শুরু হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আহসান হাবীব, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল। বক্তব্যে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে দুটি করে দল খোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব এ এস এম আবদুল খালেক আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ আবু হান্নান, জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) বাংলাদেশ স্কাউটস এবং কোষাধ্যক্ষ্য জনাব মোঃ দেলোয়ার হেসেন এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ ছায়েদুর রহমান, আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল ও জেলা শিক্ষা অফিসার, নড়াইল জেলা।
Leave a Reply