মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০১:০৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবুল (৫৪) সন্ত্রাসী হামলার শিকার। তিনি ওই এলাকার হাজি আফজাল হোসেনের ছেলে।
সোমবার রাত ৮টার দিকে জিরো পয়েন্ট মোড়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, জিরো পেয়েন্টের মোড়ে কে বা কারা কাউন্সিলর বাবুলের মাথায় কোপ মেরে পালিয়ে গেছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।
কাউন্সির বাবুলের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবলীগ।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বলেন, বাবুল আওয়ামী লীগের ত্যাগী নেতা। তাকে স্থানীয় কিছু সন্ত্রাসীরা কুপিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর, শেখ মোকছিমুল বারী অপু প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply