রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
কেউ করে না মানা
কাজী রকিবুল ইসলাম
কবিতার গলা টিপে ধরেছে সমাজ
অপরাধ করে পড়ে সব নামাজ !
লজ্জায় লাল কবি‘র গাল
খোঁজে শুধু হারাম-হালাল
জীবন যুদ্ধে কেমন যেন বেসামাল।
অতি উৎসাহি সাধারণ জনতা
সুযোগ পাইলে দেখায় ক্ষমতা
হারিয়ে গেছে মায়ামমতা।
মারে কেন ? মরে কেন ? কেউ কি জানে ?
তাকিয়ে দেখে না, কেউ কারোর পানে।
‘আইন নিজের হাতে তুলে নিবেন না’
এই কথা সত্য সকলেরই আছে জানা।
অপরাধ করছে অপরাধ চলছে !
তাকিয়ে দেখে কেউ করে না মানা।
মনে হয়-নিয়ম নীতি আইন শৃঙ্খলা সব অজানা ?
কবির চাওয়া-পাওয়া,
হে সৃষ্টিকর্তা সকলকে করো পানা।
Leave a Reply