সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:৩৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলামের কাছে চাঁদাদাবি মামলায় আটক দুইজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর সদরের আরবপুর গ্রামের গোড়াপাড়ার আতিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ও ভায়না গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাহমুদুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় তার চেম্বারে বসে ছিলেন। এমন সময় মাস্ক পরা তিন যুবক চেম্বারে যেয়ে ঈদের খরচ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। যা পরের দিন ২৯ এপ্রিল দিতে হবে উল্লেখ করে তারা চলে যায়। পরের দিন মোবাইল ফোন করলে কাজী ফরিদুল তাদেরকে রাত আটটার দিকে চেম্বারে আসতে বলেন। তার আগে কাজী ফরিদ সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি জানান। তারা অনেকেই ফরিদের চেম্বারে হাজির হন। রাত সাড়ে ৮ টার দিকে ওই যুবকেরা সমিতির ১নম্বর ভবনের চেম্বারের সামনে আসে। কিন্তু অবস্থা দেগতিক দেখে সেখান থেকে সটকে পড়ে। পরে আইনজীবী সমিতির সিসি ফুটেজে তাদের চেহারা ধরা পরে। ২৯ এপ্রিল অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। মামলায় তিনি চাঁদাবাজদের মোবাইল নম্বর ও মোটরসাইকেলের নাম্বর উল্লেখ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিসি ফুটেজ পর্যালোচনা করে গত মঙ্গলবার সন্ধ্যায় কুইন্স হাসপাতালের সামনে থেকে জাহিদুলকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে গভীর রাতে নিজ বাড়ি থেকে মাহমুদুলকে আটক করেন। পরে তাদের আদালতে সোপর্দ করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আলমামুন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply