মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:১২ অপরাহ্ন
প্রতীক্ষা
দেবীকা সেনগুপ্ত
মনের বীণায়, ক্ষনে-ক্ষনে , ওঠে ঝঙ্কার ।
সেই ঝঙ্কারের তালে-তালে, আপন লয়ে,
সুর খেলে যায়, মোর প্রানে, সঙ্গোপনে ।
কল্পনার তুলি দিয়ে আঁকে, আপন নেশায়,
তোমার-আমার সেই প্রথম প্রনয় ।
কবে হয়েছিল, পরিচয়,
মনে নেই আজ , সঠিক সময় ।
শুধু জানি, ধ্রুব তারার ন্যায় সত্যি,
ছিল সে , ভালোবাসার আরতি ।
আজও তোমায় , তাই মনের কোনে,
রেখেছি একান্ত সজতনে ।
সমাজ-শাসনের , বেড়াজাল টপকে ,
পারিনি সে কথা , জানাতে তোমাকে ।
তাইতো নিদারুণ, অভিমান করে,
চলে গেলে সহসা, হঠাৎ দূরে ।
অহল্যার প্রতীক্ষায়, আজও প্রহর গুনি ,
তোমারই আশার , চরণের ধ্বনি-শুনি ।
শুধু একবার, ডেকো সেই চেনা সুরে ,
আবার আসবো ফিরে, তোমারই অন্তরে।।
Leave a Reply