মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলার সেই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আলামত ঢাকার সিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় আটক তিনজনকে ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, মেডিকেল পরীক্ষায় তার বিশেষ অঙ্গে ঘটনার দিন শারীরিক সম্পর্কের আলামত সিমেন মিলেছে। এখন ডিএনএ টেস্টে প্রমাণ হতে পারে অভিযুক্ত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত কিনা।
যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ধর্ষণের আলামত ঢাকায় সিআইডির ল্যারেটরিতে পাঠানো হবে। এছাড়া আদালতে আটক তিনজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ৮ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত. শার্শা উপজেলার লক্ষণপুরে ওই গৃহবধূর বাড়িতে ২ সেপ্টেম্বর রাতে গিয়ে তার ৫০ হাজার টাকা দাবি করেন গোড়পাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল ও তার সোর্স। টাকা দিলে তার স্বামীর বিরুদ্ধে ৫৪ ধারার মামলা করে তার জামিনে সহায়তা করবেন বলে জানান। ফেনসিডিল মামলায় জেলহাজতে থাকা তার স্বামীকে কীভাবে ৫৪ ধারা দেবেন এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। একপর্যায়ে খায়রুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি ও কামারুল ওই নারীকে ধর্ষণ করেন। মঙ্গলবার দুপুরে ওই নারী যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্যে এলে বিষয়টি ফাঁস হয়।
Leave a Reply