সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:১৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
প্রতারণার অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ীর বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছার লক্ষীপুর গ্রামের আহাদ আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো মণিরাপুরের মাহমুদকাটি গ্রারেম তায়জুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা বেগম এবং মেয়ে তানজিলা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, ঝিকরগাছার লক্ষীপুর গ্রামের আহাদ আলী পারিবারিক ভাবে তালজিলাকে বিয়ে করেন। বিয়ের আহাদ আলী তার স্ত্রীকে অত্যাধিক বিশ্বাস ও ভালো বাসতেন। তার সি ত টাকা তার কাছে গচ্ছিত রাখতেন। গত ২০ মার্চ আহাদ আলী একটি গরু বিক্রি করে ৮০ হাজার টাকা তার স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন। এর আগে তার কাছে আরও ৫০ হাজার টাকা গচ্ছিত ছিল। ২১ মার্চ আহাদ আলীর শ্বশুর ও শাশুড়ী তার বাড়িতে বেড়াতে আসেন। এদিন আহাদ আলীর মা অসুস্থ্য হওয়ায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। এ সুযোগে তার মা-বাবার পরামর্শে তানজিলা গচ্ছিত টাকা ও কাপড়সহ পিতার বাড়ি চলে যায়। বিকেলে আহাদ আলী হাসপাতাল থেকে ফিরে এ সংবাদ শুনে পরদিন শ্বশুর বাড়ি যেয়ে তানজিলাকে আসতে বল্লে তিনি আসতে রাজি হয়নি এবং টাকা ফেরত দিতে বল্লে তিনি তা দিতে অস্বীকার করেন। স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply