মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
শার্শার নাভারণ বাজারে অভিযান চালিয়ে অবিকৃত গ্রিল কাবাব বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে হোটেল মুসলিম ও হোটেল রাজসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের অভিযানিক দল শার্শার নাভারণ বাজারের অভিযান চালায়। এ সময় হোটেল রাজে তল্লাশি করে আগের দিনের অবিকৃত গ্রিল কাবাব পর দিন বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ ও মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় মামলা দিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর অভিযানিক দল হোটেল মুসলিম ও সুইটসে অভিযান চালায়। এ সময় অবিকৃত গ্রিল কাবাব পরদিন বিক্রির জন্য ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে সংরক্ষণের অপরাধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মর্ডান ফার্মেসিতে অভিযান চালয়ে ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ায় মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply