মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪০ অপরাহ্ন
সম্ভাবনা
নমিতা বিশ্বাস
কখনও ম্লান হয় সোনালি আভা
ঘন ঘোর বরিষায়,
কখনও মন হারায় তার স্বকীয়তা
ঘনীভূত বেদনার ঘনঘটায়,
নিয়তির বিস্ময়কর খেলা শেষে
জীবন সূর্যটা আবার ওঠে যে হেসে
আপন প্রভায়, চিরন্তন সম্ভাবনায়।
কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অন্ত্যমিলে
কখনও শশী মন নিশি জাগে
ছড়িয়ে মায়াময় মোহ হার্দিক মায়াজালে,
আবার কখনও হারায় জাগতিক রহস্যে
রাতের নিকষ কালো আঁধারে।
সর্বদাই এ জীবন চলে জীবনের নিয়মে,
মরণ নিশ্চিত জেনেও
অনিশ্চয়তার মাঝে খুঁজি নিশ্চয়তা,
নিজ মাঝেই খুঁজি সকল সম্ভাবনা,
ধৈর্য্য অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ ও
আত্মিক সত্যে দীক্ষিত হয়ে।
Leave a Reply