মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:১৬ অপরাহ্ন
সু-হ-সি
জিএম, মুছা
সুনামগঞ্জ-হবিগঞ্জ-সিলেট
জেলার নাম লিখি সু-হ-সি
নিদারুণ কষ্টে বন্ধ নাহয় কপাট
হু হু করে বাড়ে পানি খবর হয় বাসী,
রাস্তাঘাট ঘরবাড়ি ডুবে গেছে জলে
মিডিয়া -পত্রিকাতে শুধু জল রাশি রাশি,
মানবতার করুন দৃশ্য দেখে ভেজে জলে,
বিপদে ওদের পাশে সকলে এগিয়ে আসি,
জলমগ্ন মানুষের ক্ষুধায় জঠোর জ্বলে,
এসো নবীন-এসো প্রবীণ ওদের মুখে ফুটাই হাসি,
বান ভাসিদের কষ্টগুলো নিজের মনে করি,
দুঃখ কষ্ট ভাগ করে মানবতা রক্ষা করি,
সু- সুনামগঞ্জ,হ- হবিগঞ্জ,সি- সিলেট
একসাথে সবাই মিলে পাল্টে দিই দৃশ্যপট।।
Leave a Reply