শনিবার, ২৫ Jun ২০২২, ০১:৪৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
যশোরের তালবাড়িয়া গ্রামের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক আজিজুল ইসলাম যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত আজগর সরদারের ছেলে। রোববার আটকের পর তাকে আদালতে সোপর্দ করলে বিচারক আজগরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানাযায়,গত ১৭ মে দুপুরে এক কিশোরী তার বাবার সাথে মাঠে কাজ করছিলো। এই সময় আজগর এসে ওই কিশোরীকে লাউ শাক দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি লাউ শাখ ক্ষেতে নিয়ে যায়। পরে তার উপর যৌন নিপীড়ন চালায়। ওই কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ওই কিশোরীকে ছেড়ে পালিয়ে যায় আজিজুর। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা পর তদন্ত কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ একরামুল হুদা আসামিকে আটক করে। মামলায় আরো উল্লেখ করা হয় আজিজুরের স্বভাব চরিত্র ভালো না। তিনি এলাকায় নানা ধরণের অপকর্মের সাথে জড়িত।
Leave a Reply