বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:৫০ অপরাহ্ন
সূর্যমুখী
খালেদা বেগম লাভলী
সূর্যমুখী সূর্যমুখী
হাসছ কেন ভাই?
আমি হাসতে পারিনা বলেই
হাসছ তুমি কি তাই?
তোমার রুপেতে মুগ্ধ মানব,
আদরে করছে চাষ।
তাই কি তোমার এমন হাসি?
অতি আদরের উদ্ভাস।
সূর্যের দিকে ঘুরে ঘুরে তুমি
জানাও কি কুর্নিশ?
নাকি শোভাবর্ধনে সূর্যের কাছে
কুড়োচ্ছ তার আশিষ?
পূর্ন বিকাশে তোমার পানে
মুগ্ধ চোখে চেয়ে রই।
এতরুপ তোমায় দিয়েছে বিধাতা,
রুপেতে পাগল হই।
বর্ণকিরণে পৃথিবী জুড়ে
তুমি কত উজ্বল।
তোমার রুপেতে তুমিই অধরা
হেসে যাও অবিরল।
Leave a Reply