শনিবার, ২৫ Jun ২০২২, ০২:০৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর শহরের ধালধার রোডস্থ আলিয়া মাদ্রাসার সামনে রাব্বী (২৩) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাব্বী পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড এলাকার মৃত অহেদ আলী মীরের ছেলে।
এই ঘটনায় রাব্বীর মা সেতারা বেগম (৫৩) কোতয়ালি থানায় ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে একটি মামলা করেছেন।
আসামিরা হলো, পশ্চিম বারান্দীপাড়া ধালধার রোড আলিয়া মাদ্রাসার পাশের কুটি (৫০) ও তার ছেলে ইয়াদ আলী (২২), আকবর আলীর ছেলে আশরাফ আলী (৪৫), রফিকুল ইসলামের ছেলে কুদ্দুস (২৪) এবং একই এলাকার কুরবান (২৪)।
এজাহারে সেতারা বেগম উল্লেখ করেছেন, তার ছেলে রাব্বী বড় বাজারে মাছের ব্যবসা করে। আসামি কুটি ও আশরাফ আলীর ইন্ধনে অন্য আসামিরা নানা অপরাধমূলক কর্মকান্ড করে বেড়াই। রাব্বীকে তারা তাদের সাথে নিয়ে ঘুরতে চায়। কিন্তু রাব্বী রাজি না হওয়ায় তাকে খুন জখমের হুমকি দেয়। গত বৃহস্পতিবার রাতে রাব্বী বড় বাজার থেকে বাড়িতে ফিরছিল। রাত সাড়ে ১১টার দিকে খালধার রোডস্থ আলিয়া মাদ্রাসার সামনে পৌছালে আসামিরা তাকে ঘিরে ধরে এবং মরপিট করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকার লোকজন রব্বীকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি সংবাদ শুনে হাসপাতলে গিয়ে রাব্বীকে মুমুর্শু অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনার রেফার্ড করলে রাতেই তাকে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
Leave a Reply