মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:৫৩ অপরাহ্ন
জীবন যেখানে যেমন
রিতুনুর
এইতো জীবন কেটে যায়
যেখানে যেমন
কখনো নদীর তীরে,
কখনো হাজার লোকের ভীড়ে
কখনো সংসারের চাপে,
কখনো উত্তপ্ত খরতাপে।
চলতে হয় মুখে লাগিয়ে লাগাম
বলতে নেই কথা আগাম।
তুমি যেখানেই যেমন
মানিয়ে নেয়ার নামটি
হলো জীবন।
এইতো টাঙ্গন নদীর পাড়
আগে ছিলো কত-না জোয়ার।
সবুজ গাছপালায় ছিলো ভরপুর
ছিল মাঝির ভাটিয়ালি সুর।
এখন হয়েছে শুকিয়ে বালুরচর
লোকজন চতুর্দিকে বানিয়েছে ঘর।
এইতো জীবন কেটে যায় যেখানে যেমন।
Leave a Reply