শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:৫৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরের এক গৃহবধূকে ভারতের গুজরাটে নিয়ে হত্যার অভিযোগে স্বামী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইউনূস আলীর ছেলে। নিহত সালমা একই এলাকার সহিদুল ইসলামের মেয়ে।
যশোর ডিবির ওসি রুপণ কুমার জানান, ১৫ এপ্রিল কামরুল ইসলাম (৩০) তার স্ত্রী সালমা খাতুন (২৪) কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যায়। ৮ মে কামরুল ইসলাম দেশে ফিরলেও স্ত্রী সালমা খাতুন ফিরে না আসলে সালমার পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ভারতে সালমা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পেয়ে সালমা খাতুনের পিতা সহিদুল ইসলাম ১১ মে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।
এঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে থানা ও ডিবির একটি টিম বুধবার রাতে (১১ মে) যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কামরুল ইসলামকে গ্রেফতার করেন। পরে জিজ্ঞাসাবাদে কামরুল জানায়, সে তার নিজ স্ত্রী সালমা খাতুন (২৪) কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে নিয়ে গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার ভালেজ থানা এলাকায় আটক রেখে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়। সেখানে একটি ভাড়া বাসার মধ্যে নাকে-মুখে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে দেশে পালিয়ে আসে।
পুলিশ কামরুলের নিকট থেকে ৩ টি পাসপোর্ট, নিহত সালমার পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।
Leave a Reply