সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
সূর্যের মিষ্টি হাসি
রিতুনুর
সূর্য মামার মিষ্টি হাসি
দেখতে কতো ভালোবাসি।
তাইতো সমুদ্রের কাছে আসি
ফুল ফুটেছে রাশি রাশি।
পাখিরা যায় উড়ে দূরে
কিচিরমিচির ডাকে সুরে।
পৃথিবী কতো ফুরফুরে
হালকা বাতাস বহিছে ওই…..
ছেলেমেয়েরা পড়ছে বই
হাবলুরা গেল কই,
খেতে হবে মিষ্টি দই।
নেই কোন আজ কাজ
দেখবো আকাশের নিলাদ্রী সাজ।
কেমন করে ঘূর্ণিপাকে
সেজে স্বপ্নের পৃথিবী থাকে।
Leave a Reply