মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৪২ পূর্বাহ্ন
নষ্টের কষ্ট
খালেদা বেগম লাভলী
নষ্ট হওয়ার কষ্ট আছে
বিবেক বোধের একটু আঁচে,
পুড়ছে মানব, পুড়ছে জীবন,
একটু আশায় তবু বাঁচে।
নেশার ঘোরে বেহুস হয়ে
কর্ম গেলো কুকর্মতে।
নেশার বোতল যখন হাতে,
জ্ঞান পিপাসুও ডুবলো তাতে।
পরিবার মরছে কাপড়-ভাতে,
প্রভাব পড়লো এর সমাজটাতে।
নিঃস্ব বিবেক, টাকা কড়ি,
নেশার বস্তু হাতে ধরি,
সব হারিয়ে ভাবলো শেষে
আর নয়! এবার জীবন গড়ি।
বিশুদ্ধতার স্বচ্ছ কাঁচে
দেখতে পেলো জীবনটাকে।
খারাপ যা ছিলো, আছে
ঝেড়ে ফেলে উঠলো বেঁচে।
জাগ্রত হলো বিবেকবোধ,
করছে শেষে আফসোস।
হায়রে! এতো সুন্দর জীবন!
আকন্ঠ মদের নেশায় বিলীন।
কতো জনকে করেছি নষ্ট,
উপলব্ধিতে আজ শুধুই কষ্ট!
হইওনা কেউ পথ ভ্রষ্ট,
নেশামুক্ত পথ হোক অভিষ্ট।
পরিবারকে বেসে ভালো
সমাজে আলোর মশাল জ্বালো।
বাঁচলে তরুণ, বাঁচবে দেশ,
ঘুচলে সকল নেশার কালো।
Leave a Reply