বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:২২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যমোর শহরের পুরতান কসবার বিবি রোডের যুবক এসএম সুমনকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের অভিযোগে চারজনকে বিবাদী করে কোতয়ালি থানায় একটি জিডি হয়েছে। গত ৭ মে পুরাতন কসবা বিবি রোডের মৃত শেখ ইউনুচ আলীর ছেলে আহত এসএম সুমন নিজে বাদী হয়ে এ জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, আসামিদের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এরআগে তাদের বিরুদ্ধে হামলা মারপিটের অভিযোগে কয়েকটি মামলা করা হয়েছে। যা আদালতে বিচারাধীন আছে। আসামিরা ওইসব মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
গত গত মে সন্ধ্যায় এসএম সুমন বাড়ির সামনে রাস্তায় দাড়িয়ে ছিলেন। এমন সময় তন্ময়, ইমন, লিকা ওরফে লিকু বেগম, বিপ্লব তার উপর হামলা করে। মামলা কেন তুলে নিচ্ছে না বলে মারপিট শুরু করে। একপর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে এসএম সুমনকে খুন করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আসামিদের ভয়ে সুমন রাস্তাঘাটে চলাচলে চরম নিরাপ্তাহীনতায় ভুগছেন।
Leave a Reply