সোমবার, ২৩ মে ২০২২, ০১:৫১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
আজ ১১ মে ২০২২ তারিখ বুধবার সকাল ১১-০০ টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোরে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর ৩৩তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত কাউন্সিলরগণের উপস্থিতিতে মোঃ দেলোয়ার হোসেন এলটি এর উপস্থাপনার মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর উপ-পরিচালক মোঃ আবুল খায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে কাউন্সিল সভা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল হক নাজু , জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আহসান হাবীব, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন এ এস এম আব্দুল খালেক, আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা এবং মোঃ মোসলেম উদ্দিন, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ, খুলনা।
দ্বিতীয় পর্বে কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯২ জন কাউন্সিলরের মধ্যে ৭৫ জন কাউন্সিলর উপস্থিত থেকে আগামী ৩ (তিন) বছরের জন্য আঞ্চলিক নির্বাহী কমিটি গঠন করেন। এতে সহ সভাপতি হিসেবে শেখ হায়দার আলী বাবু, আ. ফ. ম আশাফুদ্দৌলা, প্রদীপ কুমার সাহা, মোঃ আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ পদে মোঃ দেলোয়ার হোসেন, এলটি, যুগ্ম সম্পাদক পদে এস এম ফারুক হোসেন, এলটি, জাতীয় নির্বাহী কমিটিতে আঞ্চলিক প্রতিনিধি হিসেবে স্কাউটার মোঃ আবু হান্নান, লিডার ট্রেনার প্রতিনিধি হিসেবে স্কাউটার শেখ কামরুল হাসান ও স্কাউটার মোঃ শফিকুল আলম বাচ্চু, জেলা সম্পাদক প্রতিনিধি হিসেবে মুহাম্ম আবু বকর ছিদ্দীক ও এস এম হায়াতুজ্জামান এবং কাউন্সিলর প্রতিনিধি হিসেবে স্কাউটার মোঃ রবিউল ইসলাম রবি ও স্কাউটার মোঃ মাদুসুর রহমান নির্বাচিত হন। কাউন্সিল সভা শেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত কাউন্সিলরবৃন্দদেরকে ধন্যবাদ এবং নবনির্বাচিত সদস্যবৃন্দকে উষ্ম অভ্যর্থনা জানিয়ে ৩৩তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply