রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১২ পূর্বাহ্ন
প্রেম মানে কি?
খালেদা বেগম লাভলী
প্রেম মানে চোখাচোখী
আধো লজ্জায় কথা বলা,
একটু হাসি।
প্রেম মানেই অবারিত
নীলিমায় ছাওয়া চিরসবুজ
হৃদয়ের আঁকুতি।
মাঝে মাঝে মনে হয়
দূরন্ত দুপুরে নীরব নিবিড়
আনন্দ লহরী।
আমার সত্ত্বায় হৃদয়ে
ভালবাসার ছোঁয়ায়
মেশানো যে তুমি।
প্রেম মানেই পরিচিত অতীত,
আমার নিজস্ব বর্তমান,
স্বপ্নিল আগামী।
কিংবা বিরহ বিধুর মহাকালে
অনুপ্রবিষ্ট যন্ত্রনাকাতর আত্মা
যা সর্বদাই বিরহী।
Leave a Reply