সোমবার, ১৬ মে ২০২২, ১১:৪০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর উপশহর তেঁতুলতলা এলাকায় জিসান (২০) ও মাহফুজ (১৯) নামে দুই বন্ধুকে মারপিটে জখম এবং স্টল ভাংচুরের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটে গত ৫ মে রাত পৌনে ৮টার দিকে।
আসামিরা হলো, বিরামপুর এলাকার নাজমুলের ছেলে মিরাজ (২৩), আলমের ছেলে রাজু (২৬), উপশহর ১ নম্বর সেক্টরের বাদশার ছেলে হৃদয় (২২), ৬ নম্বর সেক্টরের হামিদের ছেলে নাহিদ (২০), ১ নম্বর সেক্টরের টিকটিকি আল-আমিন (২৬), কানা আলীর ছেলে স¤্রাট (২৬), বিরামপুরের শহিদুল্লাহর ছেলে বড় নাহিদ (২২) এবং উপশহর বি ব্লকের টেনিয়ার ছেলে সুজন (২৫)। এছাড়া অজ্ঞাত আরো ৭/৮জন রয়েছে।
এজাহারে তরিকুলে মা জয়নব বিবি উল্লেখ করেছেন, তারা উপশহর বাবলাতলা হাউজিং কোয়াটারে থাকেন। তার ছেলে তরিকুল ও তার বন্ধু মাহফুজ ঈদ উপলক্ষে উপশহর তেঁতুলতলাস্থ হাঁসু মিয়ার বাড়ির পাশে একটি স্টল দেয়। গত ৫ মে রাত পৌনে ৮টার দিকে ওই স্টলে বসে ছিলেন বাহাদুরপুর এলাকার খালেদ মন্ডলের ছেলে তরিকুল (১৯)। সে তখন জানায় তাকে মারার জন্য অনেকে আসছে। আসামিরা ওই স্টলের মধ্যে তরিকুলকে মারপিট করে। এ সময় তার ছেলে জিসান বাঁধ দেয়। তখন আসামিরা জিসানকেও মারপিট করে। এবং স্টল ভাংচুর করে। এ সময় জিসানের বন্ধু মাহফুজ এগিয়ে এসে বাঁধা দিলে তাকেও মারপিট করে স্টল ভাংচুর দেড় লাখ টাকার ক্ষতি করে। সেখান থেকে আরে নগদ ১৫ হাজার টাকা কেড়ে নেয় আসামিরা। পরে তাদের চিৎকালে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। তিনি ঘটনা শুনে সেখানে গিয়ে জিসান ও তার বন্ধুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply