বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:১৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য শিকদার খালিদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পূর্বপরিকল্পনা অনুযায়ি শুক্রবার রাতে শহরতলীর বিরামপুরের শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি হাঁস লিটন ও বারান্দি মোল্লাপাড়ার তৌহিদের নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক নেতা খালিদের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করে। শঙ্কাজনক অবস্থায় তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিকদার খালিদ দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক এবং একুশে টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তার উপর নৃশংস এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় যশোরের সাংবাদিক সমাজ রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Leave a Reply