বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৩৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
অবশেষে যশোর হাউজিং এস্টেটের উপসহকারি প্রকৌশলী (সিভিল) প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমাদুল ইসলাম তুহিনকে বদলি করা হয়েছে। ২৭ এপ্রিল ঢাকা সেগুন বাগিচা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উপপরিচালক (প্রশাসন ও পরিচালক) মুশফিকুল ইসলাম স্বাক্ষরিত (স্মারক নং-২৫.৩৮.০০০০.৩০২.১৯.০০৫.১৭-২৮৬) এক আদেশে ইমাদুল ইসলামকে বগুড়ায় বদলি করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর অফিসের উপ বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিদুয়ার হোসেন জানান, ইতিমধ্যে তুহিন যশোর ত্যাগ করেছেন। তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করেছেন। তবে তার স্থলে এখনো কাউকে দেয়া হয়নি। বদলির কারন হিসেবে আদেশে বলা হয়েছে দাপ্তরিক কার্যাদি সুষ্ঠু ভাবে পরিচালনা ও প্রশাসনিক সুবিধার্থে কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে বর্নিত কর্মস্থলে নির্দেশ ক্রমে বদলি করা হলো।
এদিকে জতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর অফিসের একাধিক সূত্র বলেছে, ভিন্ন কথা। তারা বলেছে ইমাদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিলো। এ কারনেই তাকে বদলি করা হয়েছে। যশোরে কর্মরত থাকাকালে ইমাদুলকে বেশ কয়েকবার দুদক কার্যালয়ে ডাকা হয়। এ ছাড়া ইমাদুল ইসলামের দুনীতির বিরুদ্ধে এলাকাবাসি প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর অফিসের উপ বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিদুয়ার হোসেন বলেন, ইমাদুল ইসলাম তুহিন দীর্ঘ প্রায় ৭/৮ বছর ধরে যশোর অফিসে কর্মরত ছিলেন।
Leave a Reply