বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:১৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জেরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের খাজুরা গ্রামে আব্দুল খালেক মোল্লা (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। গত ৫ মে দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
আসামিরা হলো, একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আবুল কাশেম (৫০), মৃত আব্দুল কাদের এর ছেলে কামাল হোসেন (৩০), মৃত এলাহী বক্সের ছেলে শাহাজাহান (৬০),আনছার আলী (৫৫), আজগার আলীর ছেলে ইমন (২৫), মৃত মঈন উদ্দিনের ছেলে বাচ্চু (৪০) এবং আনছার আলীর স্ত্রী রানু বেগম (৪৫)। এছাড়া অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় কামাল হোসেনকে আটক করেছে।
আব্দুল খালেক মোল্ল এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আসামিদের সাথে তকার বিরোধ চলে আসছে। সে করাণে তারা নানা ভাবে তাকে এবং তার পরিবারের সদস্যদের মারপিট ও খুনের হুমকি দিয়ে আসছে। গত ৫ মে সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা অস্ত্র, ধারালো দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে তার বাড়িতে ঢোকে এবং জমি দখলের চেষ্টা করে। তখন তিনি বাঁধা ও নিষেধ করলে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে এলোপাতাড়ি লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। হামলায় রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার দিলে তার স্ত্রী নাসিমা বেগম (৬২), ছেলে আব্দুর রহিম (৩৩) ও পুত্রবধূ ফারজানা আক্তার (২৫) এগিয়ে ঠেকানোর চেষ্টা করলে সকল আসামি তাদেরকে মারপিট করে এবং পরনের শাড়ী কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। আসামি কামাল হোসেন তার স্ত্রী ও ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে। নাসিমা বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের সোনার চেইন ও বৌমার কাছে থাকা ১০ হাজার টাকা মূল্যের ফোনসেট ছিনিয়ে নেয়। সে সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে এবং শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে খাজুরা গ্রাম থেকে আসামি কামাল হোসেনকে পুলিশ আটক করে। এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
Leave a Reply