সোমবার, ২৩ মে ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
মারিওপোলের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আরও অন্তত ৫০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। একই সাথে ইউক্রেনের যোদ্ধাদের সাথে আজভস্টাল ইস্পাত কারখানা কমপ্লেক্সে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য নতুন উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার (৬ মে) দেশটির হেড অফ প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়েরমেক জানান, আমরা প্রায় ৫০০ বেসামরিক লোককে সরিয়ে নিতে পেরেছি।
তিনি বলেন, কিয়েভ বিধ্বস্ত শহরে আটকে থাকা ‘তার সব বেসামরিক ও সামরিক’ বাহিনীকে বাঁচানোর জন্য সবকিছু করবে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, বৃহস্পতিবার প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও তিনি নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে আজভস্টাল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে।
মূলত, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর মারিউপোলের গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা আজভস্তাল দখলে নিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী। মানবিক ত্রাণসহায়তার জন্য গত বৃহস্পতিবার (৫ মে) থেকে যুদ্ধবিরতি শুরুর আগে হামলা জোরদার করা হয়। ইউক্রেনের এক সামরিক কমান্ডার দাবি করেছেন, হামলা বাড়িয়ে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে রাশিয়া। এ কারণে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা যাচ্ছে না।
এর আগে ইউক্রেনে হামলা শুরুর প্রায় দুই মাস পর ২১ এপ্রিল মারিউপোল দখলে নেওয়ার দাবি করে রাশিয়া। তবে এই বন্দরনগরে মস্কোর ‘গলার কাঁটা’ হয়ে ছিল ওই ইস্পাত কারখানাটি। সেখানে অবস্থান নিয়ে শক্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের নৌসেনাদের একটি দল।এর আগে কারখানায় আটকে পড়া ৩৫০ জন বেসামরিক নাগরিককে গত বুধবার উদ্ধার করা হয়, যাদের বেশির ভাগ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি। জাতিসংঘ ও রেডক্রসের সমর্থনে ওই উদ্ধারকাজ চলে। তবে এখনো অনেক বেসামরিক নাগরিক সেখানে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।
Leave a Reply